ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১২ হাজারে কোহলি

প্রকাশিত: ১২:২৯, ২ ডিসেম্বর ২০২০

টেন্ডুলকারকে ছাড়িয়ে ১২ হাজারে কোহলি

অনলাইন ডেস্ক ॥ শচিন টেন্ডুলকারকে পেছনে ফেল বিরাট কোহলি আরও একটি মাইলফলকে নিজের দখলে আনলেন। এই মাইফল ছুঁতে কোহলি ৫৮ টি কম ইনিংস কেলেছেন টেন্ডুলকারের থেকে। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যানকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড নিজের করে নিলেন ভারতের এখনকার অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার ক্যানবেরায় এই অর্জন ধরা দেয় কোহলির। মাইলফলক ছুঁতে এ দিন তার প্রয়োজন ছিল ২৩ রান। ভারতীয় ইনিংসের ত্রয়োদশ ওভারে নিয়ে তিনি পা রাখেন ১২ হাজারে। ২৪২ ইনিংসে এই উচ্চতা স্পর্শ করেন কোহলি। টেন্ডুলকারের লেগেছিল ৩০০ ইনিংস। ১২ হাজার ছোঁয়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে রিকি পন্টিংয়ের লেগেছিল ৩১৪ ইনিংস, কুমার সাঙ্গাকারার ৩৩৬ ইনিংস, সনাৎ জয়াসুরিয়ার ৩৭৯ ইনিংস ও মাহেলা জয়াবর্ধনের ৩৯৯ ইনিংস। সময়ের হিসেবেও রেকর্ডটি কোহলিরই। অভিষেক থেকে ১২ বছর ১০৫ দিনে করে ফেললেন তিনি ১২ হাজার। টেন্ডুলকারের লেগেছিল ১৩ বছর ৭৩ দিন। ওয়ানডেতে এখন ৮ থেকে থেকে ১২ হাজার, প্রতিটি হাজার রানের মাইলফলকেই দ্রুততম কোহলি। এর মধ্যে দ্রুততম ১০ হাজার ও ১১ হাজারে তিনি পেছনে ফেলেছেন টেন্ডুলকারকে। ওয়ানডেতে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড পাকিস্তানের ফখর জামানের। ২ হাজার থেকে ৭ হাজার, প্রতিটি মাইলফলকে দ্রুততম দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ১২ হাজার ছোঁয়ার সময় কোহলির ব্যাটিং গড় ৫৯.০৪। এখানেও তার ধারেকাছে নেই কেউ।
×