ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তাবিথকে হারিয়ে আবারও সহসভাপতি মহি

প্রকাশিত: ২৩:২২, ১ নভেম্বর ২০২০

তাবিথকে হারিয়ে আবারও সহসভাপতি মহি

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র চার ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই করে আবারও বিজয়ী হলেন মহিউদ্দিন আহমেদ মহি। শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহসভাপতি পদের চতুর্থ পদে ভোটের লড়াইয়ে এই জয় পান সমন্বয় পরিষদের প্রার্থী মহি। ৬৭-৬৩ ভোটে তিনি হারান স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালকে। এই জয়ে একই পদে আবারও আসীন হলেন মহি, পক্ষান্তরে এই পদে টানা দু’বার থেকে এবার দৃশ্যপট থেকে বিদায় নিলেন তাবিথ। শনিবারের ভেেেটর মাধ্যমে ২১ পদের মধ্যে সম্মিলিত পরিষদ ১৪ এবং সমন্বয় পরিষদ ৭টি পদে জিতল। সমন্বয় পরিষদের ৭ পদের মধ্যে ৬ জনই জেতেন সদস্য পদে। শেষ হয়েও হয়নি শেষ... গত ৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল বহুল আলোচিত বাফুফের নির্বাচন। ২১ পদের মধ্যে ২০টি পদের ফল পাওয়া গেলেও একটি পদে ফলের কোন নিষ্পত্তি হয়নি। চারটি সহসভাপতি পদের মধ্যে একটিতে টাই হয়। মহি এবং তাবিথ আউয়াল দু’জনেই পান সমান ৬৫টি করে ভোট। ফলে ‘টাই’ হওয়াতে ফলের নিয়ম অনুযায়ী এই পদের ফল নিষ্পত্তির জন্য আবারও ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয় ৩১ অক্টোবর। এদিন নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন এবং মহিকে অভিনন্দন জানান। শনিবারের নির্বাচনে ১৩৯ ভোটারের মধ্যে ১৩০ ভোটার ভোট দেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় (পদের সংখ্যা কম বিধায় ভোটগ্রহণের সময়ও কমিয়ে আনা হয়)। জয়ী হবার পর মহি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এ জন্য নির্বাচন কমিশন ও ডেলিগেটদের এবং ৩ অক্টোবরের বিজয়ীদের জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ সহসভাপতি হিসেবে নিজের কমিটমেন্ট নিয়ে তার ভাষ্য, ‘বাফুফে সভাপতি দেশের ফুটবলকে এগিয়ে নিতে যে পরিকল্পনা করেছেন তার সঙ্গে কাজ করে তা বাস্তবায়ন করতে সর্বাত্মক চেষ্টা করব। শুনেছি আমাকে টেকনিক্যাল কমিটিতে রাখা হবে। চেষ্টা করব আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে।’
×