ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০০:৫৮, ২৮ অক্টোবর ২০২০

মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ অক্টোবর ॥ ভাঙ্গাচোরা রাস্তায় ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবদুল কাদের সবুজ (৫৬)। বাড়ি গাজীপুরা মোল্লা বাড়ি মসজিদ এলাকায়। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম রাতে জনকণ্ঠকে জানান, আবদুল কাদের তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি প্রাণ হারান। তিন ছিনতাইকারী গ্রেফতার, ল্যাপটপ উদ্ধার ॥ টঙ্গীর রেলস্টেশন কেরানিরটেক এলাকা থেকে মঙ্গলবার ছিনতাইয়ের অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এরা হচ্ছে, সবুজ, সোহেল ও স্বাধীন। স্থানীয় উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ জনকণ্ঠকে জানান, দীর্ঘ দিন ধরে এই ছিনতাইকারী দলটি টঙ্গীর বিভিন্ন এলাকায় মানুষজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিল। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত রবিবার ভোরে নতুন বাজার এলাকায় বিসিকের বায়োফার্মার বিক্রয় প্রতিনিধি ইসমাইল হোসেনকে আহত করে তার কাছ থেকে ল্যাপটপ ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দলটি। পরে থানায় মামলা করেন ওই ব্যক্তি। মামলার বর্ণনার সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার ছোরা ও ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।
×