ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীর হেলালের মুক্তি দাবি ফখরুলের

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ অক্টোবর ২০২০

মীর হেলালের মুক্তি দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মুক্তি দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। ফখরুল বলেন, এ সরকার বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথে হাঁটছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অন্যায়ভাবে মীর হেলালকে আটক করা হয়। মামলা চলাকালে তাঁদের আইনজীবীগণ আইনগতভাবে মামলা মোকাবেলা করলেও কোন বক্তব্য আমলে নেয়া হয়নি। উচ্চ আদালতে আপিল করা হলেও সরকার বিএনপি নেতৃবৃন্দকে রাজনীতি ও নির্বাচন থেকে দুরে রাখার পরিকল্পনার অংশ হিসেবে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যারিস্টার মীর মোহাম্ম§দ হেলাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেন। ফখরুল বলেন, ওয়ান-ইলেভেনের জরুরি অবস্থার সরকার আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করলেও পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই মামলাগুলো প্রত্যাহার করে ফেলে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সচল রাখা হয়েছে। অপর এক বিবৃতিতে ফখরুল বলেন, ২৫ অক্টোবর পুরাতন ঢাকার মালিটোলায় অবস্থিত ‘জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, ২০০৬ সালে ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরাতন ঢাকার মালিটোলায় জিয়াউর রহমানের নামে এই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকারের প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উক্ত বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘঁনার নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে পুরাতন ঢাকার মালিটোলায় অবস্থিত জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় এর নাম পুণ:বহালের দাবি জানাচ্ছি।
×