ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে চাঁদাবাজের গুলিতে ব্যবসায়ী আহত

প্রকাশিত: ২০:৩২, ১৯ অক্টোবর ২০২০

টঙ্গীতে চাঁদাবাজের গুলিতে ব্যবসায়ী আহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৮ অক্টোবর ॥ মসজিদে অনুদানের কথা বলে চাঁদার টাকা বারবার চেয়ে না পাওয়ায় এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করেছে একদল চাঁদাবাজ। শনিবার রাতে টঙ্গীর মিলগেটের এক ব্যবসায়ীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আহত জুট ব্যবসায়ীর নাম হাসান (৩০)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবির নামে এক যুবককে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গুলিবিদ্ধ হাসানকে রাতেই টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, কয়েকদিন ধরে মসজিদ উন্নয়নের কথা বলে হাসানের মোবাইলে কয়েক চাঁদাবাজ ২ লাখ টাকা অনুদান হিসেবে চাঁদা দাবি করতে থাকে। হাসান চাঁদা দিতে অস্বীকৃতি জানান। শনিবার রাতে তিন চাঁদাবাজ তার ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে চাঁদা পরিশোধের দাবি জানাতে থাকে। চাঁদা নিতে আসাদের সঙ্গে বাগ্বিতন্ডার এক পর্যায়ে হাসানকে গুলি করে চাঁদাবাজরা। হাসানের শরীরে দুটি গুলিবিদ্ধ হয়। চাঁদাবাজরা গুলি করে পালানোর সময় হুমায়ুন কবির নামে এক চাঁদাবাজকে আটক করে স্থানীয়রা। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক জানান, এ ঘটনায় জড়িতদের সবাইকে গ্রেফতারের অভিযান চলছে।
×