ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ কোটি বছর আগের শুক্রাণুর খোঁজ!

প্রকাশিত: ২৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২০

১০ কোটি বছর আগের শুক্রাণুর খোঁজ!

বিশ্বের সবচেয়ে পুরনো শুক্রাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। পুষ্টিবিদরা জানিয়েছেন, খুবই ছোট্ট একটি খোলসের ভেতরে পাওয়া প্রাণীর এ শুক্রাণুর আনুমানিক বয়স ১০ কোটি বছর। মিয়ানমারে আবিষ্কৃত এই শুক্রাণু বিশ্বের সবচেয়ে পুরনো বলে মনে করছেন তারা। বুধবার বিশ্ব খ্যাত রয়্যাল সোসাইটির জার্নালে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবর আলজাজিরা অনলাইনের। চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের রাজধানী নেনজিংয়ের চীনা বিজ্ঞান একাডেমির ওয়াং হি’র নেতৃত্বে পরিচালিত অভিযানের বিশেষজ্ঞদের তথ্য মতে, এর আগে প্রাণী দেহের সবচেয়ে পুরনো শুক্রাণু পাওয়া যায় আনুমানিক ১ কোটি ৭০ লাখ বছর আগের। তবে শুক্রাণুর অস্তিত্ব যে ওস্ট্রাকডের মধ্যে পাওয়া গেছে, সেটির অস্তিত্ব পৃথিবীতে ছিল তাও ৫০ কোটি বছর আগে। সামুদ্রিক এলাকাগুলোতে খোঁজ করলে এদের অস্তিত্ব এখনও পাওয়া যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। আবিষ্কৃত শুক্রাণু পুরুষ প্রাণীর দেহে নয়, স্ত্রী প্রাণীর দেহের ভেতর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রাণীটি চূড়ান্ত ফাঁদে পাড়ার আগে পুরুষ শুক্রাণু গ্রহণ করেছিল। মিউনিখের লুডইউয়িং ম্যাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণাটির সহ-লেখক রেনাতে ম্যাতজেকি কারাসেজ বলেন, ‘এইটুকু শুক্রাণু উৎপাদন করতে ওই প্রাণীটির নিশ্চয় অনেক শক্তি ক্ষয় হয়েছে’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সকল প্রাণীর খোলস পাওয়া কঠিন কিছু নয়। সচরাচর এগুলো পাওয়া যায়। তবে নতুন আবিষ্কৃত ফসিলের বিশেষত্ব হলো এর মধ্যে ‘নরম অংশ’ পাওয়া গেছে। বিশ্বের অধিকাংশ পুরুষ প্রাণী (মানুষসহ) সাধারণত এক কোটি ক্ষুদ্র-শুক্রাণু-জাল উৎপাদন করে। কিন্তু ওস্ট্রাকডের শুক্রাণুর বিষয়টি ভিন্ন, পরিমাণের চেয়ে গুণাগত শুক্রাণু উৎপাদনের জন্য তাদের খ্যাতি রয়েছে।
×