ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ২১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২০

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ সেপ্টেম্বর ॥ স্ত্রী তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী বাবুল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দ-প্রাপ্ত বাবুল সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলীর সিরাজুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার মাতাইশ মঞ্চিল এলাকার তমেজ উদ্দিনের মেয়ে তানজিলার সঙ্গে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলীর সিরাজুল ইসলামের ছেলে বাবুল সরকারের বিয়ে হয়। বিয়ের পর তানজিলা গার্মেন্টসের চাকরির টাকা দিয়ে তার বোনের বাড়ি রাধাবাড়ি এলাকায় ৪ শতক জায়গা কিনে একটি বাড়ি তৈরি করেন। তারা স্বামী-স্ত্রী মাঝে মধ্যেই সেই বাড়িতে এসে থাকত। পরে বাড়ি বিক্রিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে সবার অগোচরে স্ত্রীকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী বাবুল।
×