ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাকযোগে ভোটগ্রহণ নিয়ে মার্কিন পোস্টাল সার্ভিসের সতর্কতা

প্রকাশিত: ০১:০২, ১৬ আগস্ট ২০২০

ডাকযোগে ভোটগ্রহণ নিয়ে মার্কিন পোস্টাল সার্ভিসের সতর্কতা

কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ চাকরি হারাবার ভয়ে সশরীরে ভোট দিতে পারেন না? কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়? এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে? এ বছর করোনা সঙ্কটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে? তবে মার্কিন পোস্টাল সার্ভিস (ইউএসপিএস) সতর্ক করে দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোটগ্রহণের ফল ভাল হবে না। তারা আশঙ্কা জানিয়েছে, নির্বাচনের দিন (৩ নবেম্বর) গণনার জন্য ডাকযোগে পাঠানো সবগুলো ব্যালট সময়মতো নাও পৌঁছাতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পোস্টাল সার্ভিসের পাঠানো চিঠিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের। সম্প্রতি এ্যাক্সিওস/সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে, তিন চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে আর ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান। কর্তৃপক্ষ সব ভোটারকে ব্যালট পাঠালে সেই ব্যবস্থাকে ‘মেল ইন’ বলা হয়? কোন ভোটার বিশেষ কারণ দেখিয়ে ডাকযোগে ভোটের আবেদন জানালে সেটিকে ‘এ্যাবসেন্টি ব্যালট’ বলা হয়? ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন। ডাক বিভাগ বিশাল সংখ্যায় পোস্টাল ব্যালট সামলাতে পারবে কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করে আসছেন তিনি?
×