ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ করেই নদ-নদীর পানি ফের বাড়ছে

প্রকাশিত: ২২:০২, ১৫ আগস্ট ২০২০

হঠাৎ করেই নদ-নদীর পানি ফের বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ একটানা কমতে থাকা বিভিন্ন নদ-নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরও কয়েকদিন দেশের প্রধান নদীরগুলোর পানি বাড়তে পারে। সমতলে এসব নদীর পানি ফের বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে সাময়িকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তবে এ দফায় বড় ধরনের বন্যার শঙ্কা নেই। দু’/একদিন পানি বাড়ার পর তা কমে আসবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আগামী ছয়দিনের মধ্যে উত্তরাঞ্চলে সমতলে এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ার কারণে মধ্যাঞ্চলে আবারও কিছুটা বন্যার অবনতি হতে পারে।
×