ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত হাত গুটিয়ে বসে থাকবে না ॥ মোদি

প্রকাশিত: ১৯:১৭, ২৯ জুন ২০২০

ভারত হাত গুটিয়ে বসে থাকবে না ॥ মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশের জমি দখলের চেষ্টা করা হলে নয়াদিল্লী হাত গুটিয়ে বসে থাকবে না। রবিবার মন কি বাত অনুষ্ঠানে সরাসরি চীনের নাম উল্লেখ না করে ভারতের প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। ইন্দো-চীন উত্তেজনা শুরুর পর রবিবারই প্রথম এ বিষয়ে সরাসরি কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভি অনলাইনের। মোদি বলেন- যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে। কারণ, ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে। কোনভাবেই সীমান্তে জওয়ানদের প্রাণের বলি ব্যর্থ হতে দেবে না ভারত। তিনি বলেন, লাদাখে প্রতিবেশীকে অত্যন্ত কড়াভাবেই মোকাবিলা করেছে ভারত। ওখানে যারা আমাদের চ্যালেঞ্জ করেছিল তাদের উপযুক্ত জবাব দেয়া হয়েছে। আমাদের বীর সেনাদের বলিদান ওই হামলা স্থায়ী হতে দেয়নি। শহীদ সেনাদের জন্য আমরা মর্মাহত। ওঁদের সাহসই আমাদের শক্তি। গালাওয়ানে ২০ জওয়ানের মৃত্যু সম্পর্কে মোদি বলেন, দেশের মানুষ ওই জওয়ানদের ত্যাগ ভুলবে না। দেশের সেন্টিমেন্টই ধরা পড়েছে লাদাখে সেনাদের হার না-মানা মনোভাবে।
×