ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামদেবের নামে মামলা

প্রকাশিত: ২২:২৪, ২৮ জুন ২০২০

রামদেবের নামে মামলা

করোনার ওষুধ তৈরির দাবি করার কয়েক দিন পর ভারতের যোগগুরু বাবা রামদেবের নামে মামলা হয়েছে। রামদেবের কোম্পানি পতঞ্জলি করোনিল নামে এ ওষুধ প্রস্তুত করেছিল। অভিযোগে বলা হয়েছে, করোনা নিরাময়ে সক্ষম পতঞ্জলির করোনিল নিয়ে রামদেব সাধারণ মানুষকে ভুল পথে চালনা করেছেন। ২৩ জুন করোনিল বাজারে আনার পর থেকেই নানা বিতর্ক সামনে আসে। ভারতের স্বাস্থ্য দফতর করোনিল বিষয়ক তথ্য চেয়েছে এবং করোনাভাইরাসের ওষুধ হিসেবে এই ওষুধের প্রচার চালাতে বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করেছে।-এনডিটিভি
×