ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ স্থগিত

প্রকাশিত: ০০:৫৩, ২৪ জুন ২০২০

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ স্থগিত

স্পোর্টস রিপোর্টার \ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আগস্ট-সেপ্টেম্বরে দুই দলের মধ্যকার সিরিজ হওয়ার কথা ছিল। যেটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। করোনাভাইরাসের প্রভাবে শেষপর্যন্ত এ সিরিজটি স্থগিত করে দেয়া হয়েছে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) সমঝোতায় সিরিজ স্থগিত করেছে। বিসিবি থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এনজেডসির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পরিস্থিতি অনুক‚লে এলে পুনরায় সিরিজটির তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘কোভিড-১৯ এর এই বর্তমান পরিস্থিতিতে, আগস্টে একটি পুরো ক্রিকেট সিরিজ আয়োজন করা অনেক বড় চ্যালেঞ্জ। তার উপর প্রস্তুতির একটি ব্যাপার আছে। আমরা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং বাকি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে পারি না।’ সিরিজটি স্থগিত হয়ে গেল। তা যে দুই দলের ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য হতাশার, সেটিও মানছেন বিসিবি সিইও। একই সঙ্গে বিষয়টি বুঝতে পারায় এনজেডসিকে ধন্যবাদ দিয়েছেন তিনি। সিইও বলেন, ‘এই পরিস্থিতিতে বিসিবি এবং এনজেডসি সিরিজটি স্থগিত করাই ঠিক মনে করছে। আমরা বুঝতে পারছি যে এটা উভয় দলের ক্রিকেটার এবং অফিসিয়ালদের জন্য অনেক হতাশার। আর সমর্থকদের কথা তো নাই বললাম। তবে আমি অবশ্যই এনজেডসিকে ধন্যবাদ জানাব যে তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং সিদ্ধান্তটি মেনে নিয়েছে।’ এই সিরিজ যে হবে না, তা আগেই বোঝা গিয়েছিল। এনজেডসি থেকেই আভাস দেয়া হয়েছিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের না আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। চার মাস আগেই ডেভিড বলেছিলেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দী। এখন শুধু আমাদের লোকজনের ভাল থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালও দেখতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভাল। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সঙ্কট দেখা দেয়। আর করোনার প্রভাবে পুরো বিশ্বই এক রকম লকডাউনের মধ্যে চলছে। এমন অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবনার সময় নয়। আমরা বুঝতে পারছি সব বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটের সমস্যা হচ্ছে। এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা।’ বাংলাদেশের নিউজিল্যান্ডের সিরিজও স্থগিত হয়ে গেল। এর আগে পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর স্থগিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও স্থগিত হয়েছে। এখন জুলাইয়ে আছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। এই সফর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে এরইমধ্যে বাংলাদেশ সফরে যে আসছে না নিউজিল্যান্ড, তা নিশ্চিত হয়ে গেল।
×