ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুলুর সুরে মেয়ে রদিয়ার গান ২

প্রকাশিত: ০০:১৫, ২৪ জুন ২০২০

টুলুর সুরে মেয়ে রদিয়ার গান ২

সংস্কৃতি ডেস্ক \ নব্বই দশকের ব্যান্ড জগতের অন্যতম নাম আশিকুজ্জামান টুলু। তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকালিস্ট ও কি বোর্ডিস্ট। তিনি এখন পরিবার নিয়ে বিদেশবিভুঁইয়ে। তবে গানের সঙ্গে তার সখ্য থেমে থাকেনি। চাইম ব্যান্ডের কারিগর টুলু গানে অনিয়মিত হলেও তার মেয়েকে দিয়ে সেই অভাব পূরণ করছেন। নিয়মিতই মেয়েকে দিয়ে গান করাচ্ছেন। আবার সেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশও করছেন। স¤প্রতি টুলু মেয়ে রদিয়ার একটি গানে সুর করেছেন। গানটির শিরোনাম ‘কতো রাত’। লিখেছেন নুরুল ইসলাম। রেকর্ডিং করেছে নাওয়ার। লিড গিটারে মাহমুদুল করিম অনিক। গানটিতে কিবোর্ড সহায়তায় টুলু ধন্যবাদ জানিয়েছেন মানাম আহমেদকে। গানটি ভিডিও করেছেন টুলু নিজেই। স¤প্রতি গানটি আশিকুজ্জামান টুলুর নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। উল্লেখ্য, বাবা টুলুর সুর ও কথায় মাত্র ১৩ বছর বয়সে মেয়ে রদিয়ার প্রথম মৌলিক গান ‘এমনো দিনে তুমি নেই’ এর ভিডিও প্রকাশ পায়। যেটির রেকর্ডিং হয় কানাডা এ্যাশ গার্ডেনে আর ভিডিও টরন্টোতে। রেকর্ডিং করেছিলেন নাওয়ার। সম্পাদনা করেছিলেন টুলু নিজেই। মাঝে মেয়ে রদিয়াকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন টুলু।
×