ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অসহায় সব ক্রীড়াবিদের পাশে বিসিবি

প্রকাশিত: ২০:১০, ২৩ মে ২০২০

অসহায় সব ক্রীড়াবিদের পাশে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপদে পড়েছেন অসহায়রা। ক্রীড়াবিদরাও আছেন বিপদে। খেলা নেই। তাই পারিশ্রমিকও নেই। অর্থ উপার্জনের পথ বন্ধ। এমন দুর্যোগকালে অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অর্থ সহায়তা পেয়েছেন ৫০১ জন ক্রীড়াবিদ। দেড় হাজারের বেশি ক্রিকেটারকে অর্থনৈতিক সহায়তার পরিকল্পনাও করেছে বিসিবি, যাতে ক্রিকেটাররা ভালভাবে ঈদ উদযাপন করতে পারেন। ক্রিকেটের বাইরে দেশের ২৩ ফেডারেশনের ৫০১ ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দিয়েছে বিসিবি। নির্বাচিত প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয়েছে ১০ হাজার টাকা করে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে অনুদানের চেক হস্তান্তর করেছেন। বিসিবির কাছ থেকে পাওয়া ৫০ লাখ ১০ হাজার টাকা ফেডারেশনগুলোকে হস্তান্তর করবে ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফুটবলে ১০০, হকিতে ৫০, তায়কোয়ান্দোতে ৩০, আরচারি, সাঁতার ও এ্যাথলেটিকসে ২৫, প্যারা অলিম্পিক, হ্যান্ডবল, মহিলা ক্রীড়া সংস্থা এবং ভলিবলের ২০, কাবাডিতে ১৬, টেবিল টেনিস, খো খো ফেডারেশন, রোইং, উশু, ভারোত্তোলন ও জিমন্যাস্টিকস ফেডারেশনের ১৫, রোলার স্কেটিংয়, বক্সিং, রাগবি, মার্শাল আর্ট, ডিফ স্পোর্ট ফেডারেশন ও লং টেনিসে ১০ জন করে খেলোয়াড়কে দেয়া হয়েছে আর্থিক অনুদান। করোনাভাইরাসের এই মহামারীতে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোয় বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
×