ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজেকে ভাগ্যবতী মনে করেন মুগুরুজা

প্রকাশিত: ০০:১৩, ২২ মে ২০২০

নিজেকে ভাগ্যবতী মনে করেন মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ টেনিসের জীবন্ত কিংবদন্তি কনচিতা মার্টিনেজ। প্রথম খেলোয়াড় হিসেবে স্পেনকে টেনিসের ঐতিহ্যবাহী এবং মর্যাদার উইম্বলডন উপহার দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে উইম্বলডনের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান স্পেনের আরেক তারকা গারবিন মুগুরুজা। কনচিতা মার্টিনেজ তখন তার কোচ। আর এমন একজনকে কোচ হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা গারবিন মুগুরুজা। এ প্রসঙ্গে দুটি গ্র্যান্ডস্লামের মালিক মুগুরুজা বলেন, ‘খেলোয়াড় হিসেবে ভাল ছিলেন এমন একজনকে কোচ হিসেবে পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। কেননা সে আপনাকে খুব ভালভাবে বুঝতে পারবে। প্রতিটি বিশেষ মুহূর্তেই সে আমাকে খুব ভাল বুঝতে পারে। এটা আমার জন্য বাড়তি একটা সুবিধা। তার সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারি সেজন্য আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করি।’ ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন গারবিন মুগুরুজা। এই স্প্যানিয়ার্ড যখন ছোট্ট ছিলেন তখন ক্লে কোর্টে প্রচুর খেলাধুলা করতেন। সেই সময়ে রোলাঁ গ্যাঁরোর এই টুর্নামেন্টকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। তিনি বলেন, ‘যখন আমি ছোট্ট ছিলাম তখন ক্লে কোর্টে খেলতাম বেশি বেশি। আর বলতাম, এটাই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট জয়ের স্বপ্ন আমি সবসময়ই দেখতাম। অবশেষে এটা আমি জিতেছি। শুধু তাই নয়, সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে (সেরেনা উইলিয়ামস) হারিয়েই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছি। তার মতো একজনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমার জন্য স্পেশাল। আমার প্রথম ডব্লিউটিএ শিরোপা জয়ের অনুভূতিটাও ছিল দুর্দান্ত। তখনই মনে হলো যখন আমি চ্যাম্পিয়ন হলাম তখন আমি অবশ্যই আরও বড় টুর্নামেন্টের শিরোপা জিততে পারব।’ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) এবং ওমেন্স টেনিস এ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন গারবিন মুগুরুজা। এসময় তার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন ১১ জুনিয়র টেনিস খেলোয়াড়। যার মধ্যে ছিলেন জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া জিমেনেজ কাসিনসেভা। যিনি বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছেন। তাদের সঙ্গে বলা নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন মুগুরুজা। এই সময়ে স্প্যানিশ টেনিস তারকা জানিয়েছেন প্রতিটি ম্যাচেই আগেই যে চাপ তৈরি হয় তা সামলানোটাই খুব কঠিন কাজ। ২০১৭ সালের সেপ্টেম্বরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন গারবিন মুগুরুজা। তবে বর্তমানে শীর্ষ পাঁচ তো দূরের কথা র‌্যাঙ্কিংয়ের সেরা ১৫ জনের তালিকাতেও নেই তার নাম। স্প্যানিশ টেনিস তারকা বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে অবস্থান করছেন। মুগুরুজার জন্ম ভেনেজুয়েলায়। থাকেন সুইজারল্যান্ডের জেনেভায়। খেলেন স্পেনের হয়ে। গারবিন মুগুরুজাকে তাই টেনিসের বিশ্ব নাগরিক হিসেবেও অভিহিত করা হয়। এক দেশে জন্ম, থাকেন অন্য দেশে- এমন টেনিস তারকাদের মধ্যে অন্যতম মারিয়া শারাপোভা। এই রুশ তারকা থাকেন যুক্তরাষ্ট্রে। জন্ম রাশিয়ায় হলেও শারাপোভার বেড়ে ওঠা এবং টেনিস শেখা যুক্তরাষ্ট্রে। এছাড়া এ্যাঞ্জেলিক কারবারও জার্মানির হয়ে খেলেন। কিন্তু জার্মানিতে কারবারের জন্ম হলেও বাড়ি তার পোল্যান্ডে। কারণ, কারবারের বাবা পোলিশ। মেয়েদের টেনিসের আরেক তারকা পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের পক্ষে খেললেও থাকেন মোনাকোর মন্টে কার্লোতে।
×