ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিনেমাশূন্য ঈদ

প্রকাশিত: ০০:৫৩, ২১ মে ২০২০

সিনেমাশূন্য ঈদ

অনিশ্চিত এক ভবিষ্যতের পথে ঢাকাই সিনেমা। করোনা আতঙ্কে আলোর মুখ দেখছে না নতুন কোন ছবি। সিনেমা সংশ্লিষ্টরা সারা বছর ঈদকে কেন্দ্র করে অপেক্ষায় থাকলেও এবারের দৃশ্যপট আলাদা। প্রযোজনা সংস্থার মতে এবারের ঈদে ৩৫০ কোটি টাকার লোকসানের শঙ্কা। গত দুই মাস এবং আসছে ঈদে মুক্তির তালিকায় ছিল শাকিব খান-বুবলীর ‘বিদ্রোহী’, অপু বিশ্বাস-বাপ্পি চৌধুরীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, সিয়াম-পূজার ‘শান’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’, সজল-পূজার ‘জ্বীন’, অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’, পরীমনির ‘বিশ্বসুন্দরী’, শার্লিন ফারজানার ‘ঊনপঞ্চাশ বাতাস’, মীমের ‘পরাণ’, মাহির ‘মন দেব মন নেব’। তিন কোটি টাকার বাজেটের ‘বিদ্রোহী’ ছবিটির নির্মাতা শাহীন সুমন। কিন্তু করোনার প্রকোপে সব সিনেমা হল বন্ধ। যে কারণে ঈদে কোন ছবি মুক্তি পাচ্ছে না। এ যেন ঢাকাই চলচ্চিত্রে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে! করোনার সংক্রমণ কেটে গেলেও বন্ধ হওয়া অনেক হলই নতুন করে খোলার সম্ভাবনা নেই। যার কারণে ছবিটি নিয়ে চিন্তিত শাহীন সুমন। তিনি বলেন, ঈদ মৌসুমে সিনেমার জন্য ভাল একটা সময়। সারা বছরের চেয়ে ঈদের সিনেমা বেশ ব্যবসা করে। ঈদ উপলক্ষে অনেক বন্ধ হলও খোলা হয়। যার কারণে প্রযোজকরা কোটি টাকা লগ্নি করে ঈদকে টার্গেট করে সিনেমা নির্মাণ করেন। বড় বাজেটের এ ছবিটি ঈদ ছাড়া মুক্তি দিলে লাভ তো দূরের কথা লগ্নিকৃত অর্থই উঠে আসবে না। এছাড়া চলচ্চিত্রর অবস্থা সেভাবে ভাল নেই। আগের মতো চলচ্চিত্রও নির্মিত হয় না। চলচ্চিত্রর সোনালি দিন এখন শুধুই অতীত। এমন অবস্থায় চলচ্চিত্রর হারানো গৌরব ফেরাতে সরকারের সহযোগিতা দরকার। সরকার যদি চলচ্চিত্রের দিকে সুদৃষ্টি রাখেন তাহলেই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে বলে মনে করেন এ নির্মাতা। ঈদ বিনোদনের বড় মাধ্যম নতুন সিনেমা। ঈদ আনন্দ বর্ণিল করতে বড় বড় তারকাদের নিয়ে পর্দায় হাজির হয় বিভিন্ন প্রযোজনা সংস্থা। করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বন্ধ হওয়া দেশের সব সিনেমা হলগুলো আবার কবে খুলবে তারও নেই ঠিক। ঈদ দরজায় কড়া নাড়লেও সিনেমায় মুক্তি লগ্নিকৃত অর্থ নিয়ে চিন্তায় আছেন প্রযোজকরাও। তারা মনে করছেন ঈদে চলচ্চিত্র মুক্তি না পেলে সিনেমা ইন্ড্রাস্টির জন্য প্রায় ৩০০-৩৫০ কোটি টাকার মতো ক্ষতি হবে। নতুন ছবি যেমন আসছে না ঠিক তেমনি টানা তিন মাস সিনেমা হলের তালা বন্ধ থাকায় একেবারে বন্ধের পথে অনেক সিনেমা হল। এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ সিনেমা সংশ্লিষ্টদের। হল মালিক সমিতি ও প্রযোজক নেতারা মনে করছেন ঈদকে কেন্দ্র করে সিনেমার ভাল ব্যবসা হয়। তবে এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। এ প্রসঙ্গে হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, সিনেমা হল বন্ধ হতে হতে ৭০-এর ঘরে এসে ঠেকেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আরও সিনেমা হল বন্ধ হয়ে যাবে। এমন বাস্তবতায় সরকারী সহযোগিতা চাইলেন সিনেমা সংশ্লিষ্টরা। প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, ডিপজল, মিশা সওগার, জায়েদ খান, এফ আই মানিক, মালেক আফসারী, দেবাশীষ বিশ্বাস, অপু বিশ্বাস তারা মনে করছেন একমাত্র সরকারী সহযোগিতাই পারে হারিয়ে যাওয়া চলচ্চিত্রের সেই সোনালি অতীত ফিরিয়ে দিতে।
×