ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৫৫, ১৯ মে ২০২০

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ত্রাণের দাবিতে সাতক্ষীরায় ১৩টি শ্রমিক সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। জেলা শ্রমিক আন্দোলন সাতক্ষীরার ব্যানারে রবিবার বেলা ১১টার সময় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে শ্রমিকরা তাদের ত্রাণ সহায়তা ও আর্থিক প্রণোদনার জোর দাবি জানান। বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব ফারুকুজ্জামান, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, শামীম বাবু, আব্দুস সালাম বাচ্চু প্রমুখ। ডিলারের ৬ মাসের কারাদ- নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ মে ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে অনিয়ম পাওয়ায় ওএমএস ডিলার উজ্জল মিয়াকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা অভিযান চালিয়ে এ দ- প্রদান করেন। সেই সঙ্গে এ ডিলারশিপটি বাতিল করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
×