ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

থামেনি ঢাকায় ফেরা মানুষের ঢল

প্রকাশিত: ২০:০১, ৯ মে ২০২০

থামেনি ঢাকায় ফেরা মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ তবুও থামেনি ঢাকায় ফেরা মানুষের ঢল। করোনার হটস্পট ঢাকায় ফিরতে যেন পাগলপ্রায় মানুষ। গতকালকের মতো ঈদের উৎসবের ন্যায় মানুষের ঢল নেমেছিল ঢাকায় ফিরতে। পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিনের কর্মস্থল ও বাসস্থানে এখন মানুষজন ফিরছে লকডাউন ভেঙ্গে। গত ২৬ মার্চ হতে করোনার কারণে লকডাউন থাকায় এ সকল লোক শহর ছেড়ে দঙ্গিণবঙ্গের গ্রামের বাড়িতে ছুটে যায় পরিবার-পরিজন নিয়ে। সরকার গার্মেন্টসের পর ঢাকার মার্কেট খুলে দেয়ার ঘোষণার পর নানা শ্রেণী পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। শুক্রবার ভোর হতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিতে শত শত লোক পার হয়ে আসছে শিমুলিয়া ঘাটে। তাই ১২তম দিনেও থামেনি ঢাকামুখী দক্ষিণবঙ্গের মানুষের ঢল। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক কবির হোসেন জানান, আসলে মনে হয় লোকজন দীর্ঘদিন এক জায়গায় আটকা থেকে অধৈর্য হয়ে পড়েছে।
×