ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীরবেই কাটল ভয়াল ২৯ এপ্রিল

প্রকাশিত: ২১:৩২, ৩০ এপ্রিল ২০২০

নীরবেই কাটল ভয়াল ২৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বুধবার নীরবেই অতিক্রান্ত হল ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনটিতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ল-ভ- হয়েছিল উপকূলীয় অঞ্চল। প্রাণহানি ঘটে লক্ষাধিক মানুষের। বিরাণ জনপদে পড়েছিল মানুষ ও গবাদি পশুর মরদেহ এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও গাছগাছালি। চট্টগ্রামে প্রতিবছর দিনটি নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হয়ে এলেও এবার তেমন কিছু হয়নি। তবে সাধারণ মানুষে নিজের মতো করে স্মরণ করেছে তাদের হারানো স্বজনদের। ১৯৯১ সালের ভয়াবহ এই ঘূর্ণিঝড় স্মরণ করতেই শিউরে উঠে বৃহত্তর চট্টগ্রামের মানুষ। ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড় কেড়ে নেয় ১ লাখ ৩৮ হাজার মানুষের প্রাণ। প্রায় ৬ মিটার বা ১৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, মীরসরাই, সীতাকুন্ড, চকরিয়া, পেকুয়াসহ সাগর তীরবর্তী এলাকা।
×