ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দুই গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৪:২৮, ২৮ এপ্রিল ২০২০

নীলফামারীতে দুই গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে দুই গার্মেণ্টস শ্রমিক করোনা রোগে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। সুত্র মতে এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জনে। এর মধ্যে এক চিকিৎসক ও এক শ্রমিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯জন ও সৈয়দপুর উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। সুত্র মতে নতুন করে আক্রান্ত ওই দুই গার্মেন্টস শ্রমিকের মধ্যে একজন নারী(২৪) ও একজন (২০) তরুন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন। তারা নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, তারা ঢাকার গাবতলী এলাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিল। গত ২৪ এপ্রিল ভোরে তারা নীলফামারীর গ্রামের বাড়িতে ফিরে আসে। স্বাস্থ্যবিভাগ সুত্র মতে গত ২৫ এপ্রিল জেলার ১৯ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে প্রেরণ করা হয়। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকালের রির্পোটে ১৯জনের মধ্যে উক্ত দুই ব্যাক্তির শরীরে করোনা সংক্রমন পাওয়া যায়। পাশাপাশি ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করা হয়। সুত্রমতে বেলা ১১টায় আক্রান্ত দুইজনকে তাদের বাড়ি হতে এ্যাম্বুলেন্সে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়েছে।
×