ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে নড়াইলের কর্মহীনদের পাশে‘নগদ’

প্রকাশিত: ০৯:৫৫, ২৪ এপ্রিল ২০২০

মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে নড়াইলের কর্মহীনদের পাশে‘নগদ’

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজার আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানের এক হাজার কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে সরকারি ডাক বিভাগের প্রতিষ্ঠান ‘নগদ’। এসময় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মোর্তুজা স্বপন, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুকসহ বনিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক জানান,আমাদের কিংবদন্তি অধিনায়ক ও ক্রিকেটার মাশরাফী নড়াইলের মানুষের জন্য করোনা মোকাবেলায় একটি পর একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। এই কার্যক্রম আমাদের পক্ষ থেকে মাশরাফির নড়াইলের মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।
×