ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে বজ্রসহ ঝড়

প্রকাশিত: ০৫:৩১, ২৩ এপ্রিল ২০২০

রাজধানীতে বজ্রসহ ঝড়

অনলাইন রিপোর্টার ॥ বৃষ্টিসহ বজ্রঝড়ের মুখোমুখি হলো রাজধানীবাসী। এছাড়া কালবৈশাখীর কারণে দেশের সব নদীবন্দরেই দেখাতে বলা হয়েছে সতর্কতা সংকেত। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাতাসের গতিবেগও বেড়ে যায়। সেই সঙ্গে শুরু হয় বজ্রঝড়। এখন পর্যন্ত ঢাকায় বৃহস্পতিবারই বেশি হারে বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে বাতাসের গতিবেগ দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যা ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি পর্যন্ত ওঠতে পারে। এদিকে দেশের বিভিন্ন জায়গাতেও বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে- ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, সিলেট অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ওঠে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরসমূহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আর দেশের অন্য বৃষ্টিপাতের সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে। তাই এসব এলাকার জন্য এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
×