ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

প্রকাশিত: ০৩:৩৫, ৪ এপ্রিল ২০২০

চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

অনলাইন ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের আশির দশকের নন্দিত অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বেশ কয়েকদিন ধরেই মূত্রনালীর জটিলতায় আক্রান্ত এ অভিনেতার শনিবার একটি অস্ত্রোপচারের কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শুক্রবার রাতে তাকে দেখতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও জায়েদ খান হাসপাতালে গিয়েছিলেন; হাসপাতাল থেকে ফিরে জাভেদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ষাটের দশকে অভিনয় শুরু করেন তিনি। আশির দশক অব্দি কাজ করেছেন দাপটের সঙ্গে। পরবর্তীতে অভিনয় থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়েছেন। এখন কোনো চলচ্চিত্রে তাকে দেখা না গেলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে তাকে দেখা যায়। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ২০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘অনেক দিন আগে’,‘মালকা বানু’ ‘শাহাজাদা’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘সাহেব বিবি গোলাম’, , ‘সুলতানা ডাকু’, ‘আজো ভুলিনি’, ‘কাজল রেখা’। অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালক হিসেবেও তার পরিচিতি রয়েছে ঢালিউডে।
×