ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে পুলিশের জীবানু নাশক ছিটানো শুরু

প্রকাশিত: ০৬:২৯, ৩০ মার্চ ২০২০

নীলফামারীতে পুলিশের জীবানু নাশক ছিটানো শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী শহরে জীবানু নাশক ঔষধ ছিটানো শুরু করেছে জেলা পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। সামাজিক দায়বদ্ধতায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে শহরের পৌর সুপার মার্কেট, কালীবাড়ি মোড়, বড়বাজার, ডালপট্টি, গাছবাড়ি, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ও শহরের প্রধান সড়কে জীবানু নাশক ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এবিএম আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রবিউল ইসলাম, সদর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজালুল হক, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সেলিম, একে আজাদ খান প্রমুখ। সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশের পক্ষে এর আগে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার থেকে দুটি ট্যাংলড়ির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। অপর দিকে নীলফামারী পৌরসভা এবং দমকল বাহিনী শহরে জীবানু নাশক স্প্রে ছিটানোর কার্যক্রম অব্যাহত আছে।
×