ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিছু লোক মরবে, এটাইতো জীবন ॥ বোলসোনারো

প্রকাশিত: ০৭:৩০, ৩০ মার্চ ২০২০

 কিছু লোক মরবে,  এটাইতো জীবন ॥ বোলসোনারো

করোনাভাইরাসের মহামারীতে সাও পাওলো রাজ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে গবর্নরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগ তুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাতকারে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি দুঃখিত, কিছু লোক মারা যাবে, তারা মরবে- এটাই জীবন। সড়কে মৃত্যুর জন্য গাড়ির কারখানা বন্ধ করা যায় না।’ ভাইরাসটি ছড়ানো ঠেকাতে সামাজিক দূরত্বের পদক্ষেপের চেয়ে অর্থনীতি সুরক্ষায় জোর দেয়ায় প্রেসিডেন্টের সঙ্গে ব্রাজিলের রাজ্য গবর্নরদের দ্বন্দ্বের সর্বশেষ বহির্প্রকাশ বলসোনারোর এ অভিযোগ দেশটির ২৬ গবর্নরের প্রায় সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মহামারী থেকে নিজ রাজ্যকে রক্ষায় অপ্রয়োজনীয় বাণিজ্যিক কর্মকান্ড ও সরকারী সেবা বন্ধ করে দিয়েছেন। করোনাভাইরাসে ব্রাজিলের মধ্যে সাও পাওলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। -ওয়েবসাইট
×