ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৬ বছর আগের ঋণ শোধ

প্রকাশিত: ০৯:৩১, ৭ মার্চ ২০২০

 ৩৬ বছর আগের ঋণ শোধ

ভারতের রাজধানী দিল্লীর বাসিন্দা মহিন্দর সিং ও তার ছেলে ইন্দ্রজিত সিং। সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার শিকার অনেক ব্যক্তিকে আশ্রয় দিয়ে তারা বীরের মর্যাদা পাচ্ছেন। বৃহস্পতিবার বিবিসি পাঞ্জাবী শিখ পিতা-পুত্র বলেছেন, ‘আমরা মানুষকে ধর্মের কারণে ভিন্ন দৃষ্টিতে দেখি না।’ যেভাবে সবার প্রশংসায় সিক্ত হচ্ছেন সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা ১৯৮৪ সালে দিল্লীতে শিখবিরোধী দাঙ্গার কথা স্মরণ করে বলেন, ওই সময় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচিয়েছিলেন। এখন সময় এসেছে তাদের সে ঋণ শোধ করার। -বিবিসি
×