ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেইমারের লাল কার্ড পিএসজির জয়ে

প্রকাশিত: ০৯:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 নেইমারের লাল কার্ড পিএসজির জয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে সাত গোলের ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে প্যারিসের পরাশক্তিদের জয়ের আনন্দ মাটি হয়েছে দলের সেরা তারকা নেইমার লাল কার্ড দেখায়। রবিবার রাতে ঘরের মাঠ প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে। নাটকীয় এই ম্যাচে সফরকারী বোর্দোকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি। দলটির জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস। একটি করে গোল করেন উরুগুয়েন ফরোয়ার্ড এডিনসন কাভানি ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। বোর্দোর হয়ে গোল তিনটি করেন দক্ষিণ কোরিয়ান জুয়াং উই-জো, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নাসিমেন্টো ডি পাবলো ও রুবেন পারডোর। হারলেও ম্যাচে প্রথম গোল করেছিল সফরকারী বোর্দোই। আগের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। ওই ম্যাচের মতো লীগ ওয়ানেও দলটির রক্ষণভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। সেই সুযোগে ম্যাচের ১৮ মিনিটে জুয়াং উই-জো’র গোলে এগিয়ে যায় বোর্দো। লীগে এটি তার ষষ্ঠ গোল। ২৫ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে কাভানি হেডে লক্ষ্যভেদ করে সমতা ফেরান পিএসজিকে। এই গোলের মাধ্যমে পিএসজির হয়ে গোলের ডাবল সেঞ্চুরি করেছেন উরুগুইয়ান তারকা। এরপর খুব কাছে থেকে তার শট পোস্টে লেগে ফেরত আসে। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে ডি মারিয়ার ফ্রিকিক থেকে পিএসজিকে এগিয়ে দেন মারকুইনহোস। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে মার্কো ভেরাট্টির ব্যাক পাস থেকে পাবলো বোর্দোকে সমতায় ফেরান। ৬৩ মিনিটে মারকুইনহোসের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। ছয় মিনিট পর কাভানির সহায়তায় এমবাপে দলের পক্ষে চতুর্থ গোল করেন। এটি লীগে পিএসজির ১৬তম গোল। ৮৩ মিনিটে পারডো বোর্দোর হয়ে আরেকটি গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। তবে বাকি সময়ে আর সমতাসূচক গোল করতে পারেনি সফরকারীরা। ম্যাচের ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। বোর্দোর ফরাসী মিডফিল্ডার ইয়াসিনে আদলির সঙ্গে বিরোধে লাল কার্ড দেখতে হয় তাকে।
×