ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে জামালপুরকে ৩-১ গোলে হারিয়েছে শেরপুর

প্রকাশিত: ০৯:৪৫, ২০ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে জামালপুরকে ৩-১ গোলে হারিয়েছে শেরপুর

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ এর দ্বিতীয় লেগের মেঘনা গ্রুপের শেরপুর ভেন্যুর খেলায় জামালপুরকে ৩-১ গোলে হারিয়েছে শেরপুর জেলা দল। সোমবার বিকেল ৩টায় জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলার প্রথমার্ধেই শেরপুরের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় গাওফিল মিয়া গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া জামালপুরকে পাল্টা আক্রমণে আরও একটি গোল করেন শেরপুরের মধ্যভাগের ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় আবু রাসেল রাজন। ২ গোলে পিছিয়ে পড়ার পর জামালপুর দলের আকাশ একটি গোল করে ব্যবধান কমালেও খেলার মাত্র মিনিট কয়েক বাকি থাকতে শেরপুরের আক্রমণভাগের খেলোয়াড় গাওফিল মিয়া দুর্দান্ত এক শটে গোলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। ফলে শেরপুর জয়লাভ করে ৩-১ গোলে। ২ গোল করে ম্যান অব দি ম্যাচও হয়েছেন গাওফিল। এর আগে শেরপুর ভেন্যুর খেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জামালপুর পৌরসভার সাবেক মেয়র এডভোকেট এম ওয়ারেস আলী মামুন, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম রেজনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শুক্রবার জামালপুর ভেন্যুতে অ্যাওয়ে ম্যাচে শেরপুর জেলা ফুটবল দল ১-১ গোলে ড্র করেছিলো।
×