ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে ১০ জানুয়ারি

প্রকাশিত: ১১:০৬, ১০ জানুয়ারি ২০২০

মুজিববর্ষে ১০ জানুয়ারি

১ ॥ পৌষের অন্তে দেবদূতের মত যখন তুমি নেমে এসেছিলে পিতা- বাংলার রক্তাক্ত শ্যামল প্রান্তরে তখনো যুদ্ধক্লান্ত বাংলাদেশ শহীদ মাতার শোকের মাতমে ন্যুব্জ বিজয়ের উল্লাস তখন শোকের নিরুত্তাপ সনেট। শীতের ধূসর আকাশভেদি যখন তুমি দৃশ্যমান হলে ‘তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা’ কোটি জনতার জনসমুদ্র তখন উথাল পাথাল মাতোয়ারা পদ্মা মেঘনা যমুনার বুকে তরঙ্গ ওঠে দুর্বার দুর্নিবার। দীর্ঘ কারাবাস শেষে মৃত্যুগুহা থেকে মুক্ত হয়ে যখন তোমার চরণ স্পর্শী বাংলার কোমল মাটি তখন দুরন্ত বেগে ছোটে হাওয়া পাখপাখালির বিচিত্র গানে দিগি¦দিক গুঞ্জরিত এক দীর্ঘশ্বাসে বাংলার বাতাস বুকে পুরে নিয়ে তুমি ডুকরে কেঁদে উঠলে যখন তখন সমগ্র বাংলাদেশ রোদনে রোদনে আনন্দ-হাস্যে পল্লবিত এক রূপকথার স্বদেশ যেন ... লক্ষকোটি কণ্ঠ গেয়ে ওঠে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ সে এক মহাকাব্য রচনার কাল মহাকালের মহানায়ক তুমি পিতা- শেখ মুজিবুর রহমান। ২ ॥ হাজার বছরের শৃঙ্খল ভেঙ্গে দৃপ্ত পায়ে তুমি যখন রমনার বিজয় মঞ্চে উঠে দাঁড়ালে তখন পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের নরম আলো তোমার ক্লান্ত মুখে চুমু খায় হন্তারকের নির্যাতন নিপীড়নে শীর্ণদেহ নিয়ে ঋজু তুমি যখন দাঁড়ালে লক্ষ জনতা তখন রমনার সবুজ মাঠে জয় বাংলা ধ্বনিতে উদ্বাহু- নৃত্যরত। হাজার বছরের শৃঙ্খলিত বাঙ্গালির সে এক শৃঙ্খল মুক্তির অনন্য দৃশ্যকাব্য। সে দৃশ্যকাব্য চিত্রকলা রূপে ঠাঁই করে নেয় মানব মুক্তির মহাযাত্রার সোনালী কক্ষে। দু’চোখে অশ্রু ঝরছে তোমার অবিরল ঝাপসা চোখে একবার দেখে নিলে জনসমুদ্র তারপর হাজার বছরের নীরবতা ভেঙ্গে বাংলার সাহসী পুরুষ তুমি কুম্ভকণ্ঠে যে উচ্চারণ করলে তা সভ্যতার ইতিহাসে অশ্রুত কবিতা যেন- মানুষে মানুষে ভেদাভেদহীন মানব জীবন ভরপুর হবে প্রয়োজন অপ্রয়োজনের উপাদানে আবহমান বাংলার সহ¯্র বছরের সংস্কৃতির আশ্রয়ে সকল ধর্মের মেলবন্ধনে রচিত হবে এক সোনার বাংলাদেশ। হিংসা-দ্বেষ কালিমা মুক্ত এক স্বপ্ন তুমি বুনে দিলে সাত কোটি মানুষের দু’চোখে। তোমার উচ্চারণের অবিনাশী চেতনার ফল্গুধারায় রচিত হলো মাতৃভাষায় বাঙ্গালির প্রথম সংবিধান। যতদিন রবে পদ্মা মেঘনার কলকল্লোল ততদিন স্বাধীন বাংলাদেশ। যতদিন শ্যামল বাংলা ফুলে ফলে ভরাট রবে ততদিন মানুষের কলহাস্যে নেচে উঠবে দুলে উঠবে সোনার বাংলাদেশ। আর পিতা- ততদিন তুমি মৃত্যুকে অতিক্রম করে বাংলার ঘরে ঘরে উদযাপিত হবে। পূজিত হবে নিরন্তর। ৩ জানুয়ারি ২০২০
×