ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভুলবশত সাইরেন

প্রকাশিত: ০৮:২২, ৩০ ডিসেম্বর ২০১৯

 ভুলবশত সাইরেন

দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার বিউগল বাজানোর পরিবর্তে বেজে ওঠে সতর্ক সাইরেন। এর ফলে ওই ঘাঁটি ও তার আশপাশের এলাকার স্থানীয় লোকজনের মধ্যে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর কোরিয়া কোন অঘটন ঘটিয়ে বসল কিনা এমন আশঙ্কা মানুষের মনে দানা বাঁধে। তবে এটি ছিল কেবলই একটি মানবিক ভুল। ক্যাম্প কেসিতে দায়িত্বে থাকা সেকেন্ড ইনফ্যানট্রি ডিভিশনের মার্টিন ক্রিটন শনিবার বিষয়টি নিশ্চিত করেন। -এপি
×