ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর পাশাপাশি গ্রাম ও স্মার্টভাবে গড়ে তুলতে হবে

প্রকাশিত: ১১:৪০, ১১ ডিসেম্বর ২০১৯

রাজধানীর পাশাপাশি গ্রাম ও স্মার্টভাবে গড়ে তুলতে হবে

বিশেষ প্রতিনিধি ॥ শুধুমাত্র রাজধানী ঢাকা কিংবা শহরকে নয়, দেশের গ্রাম ও স্মার্টভাবে গড়ে তোলার তাগিদ দিয়ে রাজনীতিক, প্রকৌশলী, মেয়রসহ বিশিষ্টজনেরা বলেছেন, ঢাকা শহরকে স্মার্ট সিটিতে পরিবর্তনের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবেলা করে রাজধানীকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। পাশাপাশি গ্রামে এই চ্যালেঞ্জ অনেকটাই কম। এ জন্য গ্রামকে স্মার্টভাবে গড়ে তোলা অনেক সহজ। গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই গ্রামকে স্মার্টভাবে গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘স্মার্ট সিটি ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তারা এমন অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। একটা শহরে যাতায়াতের জন্য ১৫ শতাংশ রাস্তা প্রয়োজন, কিন্তু সেখানে আছে মাত্র ৭ শতাংশ। এতসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে দেশ। গ্রামগুলোতে এই চ্যালেঞ্জ অনেকটাই কম। গ্রামে অল্প জায়গায় অধিকসংখ্যক মানুষের বাসস্থান করে বাকি জমি অন্য কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে। এতে করে স্কুল-কলেজ-খেলার মাঠ যেমন করা যাবে, তেমনি কৃষিজমির পরিমাণও বাড়বে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ইতোমধ্যে স্মার্ট সিটির জন্য কাজ শুরু করেছে।
×