ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিসেম্বরেই পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে : মেয়র খোকন

প্রকাশিত: ০৭:১৩, ৯ ডিসেম্বর ২০১৯

ডিসেম্বরেই পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে : মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের যে কোন দিন রাজধানীর পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসাথে আগামী মার্চ মাসের মধ্যেই ২০/২২টি রুট নির্ধারণ করা হবে। তখন কয়টি কোম্পানির অধীনে এসব রুটে বাস চলবে তাও ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র। সোমবার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশনের বিষয়ে গঠিত কমিটির ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেয়র সাংবাদিকদের এসব তথ্য জানান। মেয়র খোকন বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে আমরা চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস পরীক্ষামূলক চালু করব। এটি সফল হলে স্থায়ীভাবে চালু থাকবে। পুরান ঢাকার চক্রাকার বাস সার্ভিসের রুট হবে-সদরঘাট, ধোলাইখাল হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এবং সেখান থেকে আমুলিয়া মডেল টাউনের পাশের সড়ক দিয়ে বনশ্রী হয়ে রামপুরা যাবে। সাঈদ খোকন বলেন,বাসের রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির বেশ কিছু সভা হয়েছে। আমরা আজ বাসমালিকদের সঙ্গে বসেছি, অন্যান্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। মেয়র বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সফলতা দেখাতে না পারলেও অন্তত পাইলট প্রজেক্ট নগরবাসীকে উপহার দিতে পারবো। এছাড়া ঘাটারচরে বাস বে ও টিকিট কাউন্টার নির্মাণের কাজ শুরু হবে। এ নিয়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ে এটা করা হবে। রাজধানীর বাস রুটগুলোকে ২২টি রুটে নিয়ে আসার বিষয়ে মেয়র বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খালা ফেরাতে আগামী মার্চের মধ্যে ২২টি রুট ও ছয়টি কোম্পানি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে আমরা এখন পরিবহনের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বসেছি। আগামীতে বাস মালিকদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রুট নির্ধারণের কার্যক্রমে ধীরগতির বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ডেঙ্গুর প্রকট ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমাদের কার্যক্রম কিছুটা পিছিয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পাইলট প্রকল্পের কাজ শুরু করতে পারব। এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতাদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। নির্ধারিত ২ বছরের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবো বলে আশা করছি। মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে বৈঠকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান,বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো.এহছানে এলাহী,নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, মো. জাকির হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বছর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ১০ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয় ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে। কমিটিতে ডিএনসিসির মেয়রকে যুগ্ম আহ্বায়ক এবং বিআরটিএ চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে সদস্য করা হয়।
×