ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রকাশিত: ০১:২৭, ১ ডিসেম্বর ২০১৯

লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করেছে আইএস

অনলাইন ডেস্ক ॥ লন্ডন ব্রিজে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। শনিবার এক বিবৃতিতে লন্ডন ব্রিজে বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করেছে জঙ্গি সংগঠনটি। ওই হামলার ঘটনায় দু'জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে লন্ডন ব্রিজের ওপর ওই হামলা চালানো হয়। আইএসের তরফ থেকে বলা হয়েছে, লন্ডনে হামলা চালানো ব্যক্তি তাদের একজন যোদ্ধা। এদিকে লন্ডন পুলিশ ওই হামলাকারীর নাম প্রকাশ করেছে। পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম উসমান খান (২৮)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে সাজা ভোগ করতে হয়েছে। দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে একটি ইলেকট্রনিক ট্যাগ লাগিয়ে রাখার শর্তে গত বছর কারাগার থেকে উসমানকে মুক্তি দেয়া হয়। এর মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ। এর আগে ২০১৭ সালের জুনে লন্ডন ব্রিজে হামলা করা হয়েছিল। ওই ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়।
×