ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা উদ্ধার

প্রকাশিত: ০৯:২৮, ১ ডিসেম্বর ২০১৯

 হবিগঞ্জে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩০ নবেম্বর ॥ গোল্ডেন ব্রাউন রঙের একটি বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা হবিগঞ্জ শহর থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি সড়কের কয়েক শিশু-কিশোর ওই পেঁচাটিকে ধাওয়া দেয়। এ সময় পেঁচাটি পার্শ¦বর্তী দোকান ‘সারা ফ্যাশন’-এর ভেতর আশ্রয় নেয়। সেখানে উপস্থিত ছিলেন পরিবশে কর্মী সাহিত্যিক হারুন সিদ্দিকী। তিনি তখন দেখতে পান পেঁচাটির চেহারা ও গঠন ব্যতিক্রম। তিনি বিষয়টি জেলা বাপার সেক্রেটারি তোফাজ্জল সোহেলকে অবহিত করেন। এই বাপা নেতা সোহেলসহ যুগ্ম সম্পাদক ও ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সভাপতি দন্ত চিকিৎসক এসএস আল-আমিন সুমন, বাপা সদস্য ডাঃ আলী আহসান চৌধুরী পিন্টু, সারা ফ্যাশনের স্বত্বাধিকারী চৌধুরী মুরাদ ইবনে সালাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের দৃষ্টিতে আনেন। বিভাগের একটি প্রতিনিধি দল হবিগঞ্জে এসে পেঁচাটিকে বাপার নেতৃবৃন্দের নিকট থেকে গ্রহণ করেন এবং নিয়ে যান। বাপা সেক্রেটারি তোফাজ্জল সোহেল জনকণ্ঠকে বলেন, বিরল প্রজাতির এই পেঁচাটি দেখতে বেশ আকর্ষণীয়। এটির বৈজ্ঞানিক নাম ‘গোল্ডেন আউল’ বা ‘বার্ন আউল’। এই পেঁচাটি বাংলাদেশে এখন রেয়ার লিস্টে আছে। এই ধরনের পেঁচা গাছের কোটরে, বন-জঙ্গল, দালানের ফাঁক-ফোকর কিংবা গাছ-গাছালির ঘনপাতার আড়ালে লুকিয়ে থাকে। এছাড়া নির্বিচারে বৃক্ষ উজাড়, রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ, শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যের অভাবসহ নানা কারণে প্রকৃতি থেকে পেঁচার সংখ্যা দিন দিন কমছে।
×