ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ১১:৫৩, ১০ নভেম্বর ২০১৯

সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল সোমবারের জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত জেএসসি পরীক্ষা আগামী বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া স্থগিত হওয়া জেডিসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৬ নবেম্বর সকাল ১০টায়। এছাড়া উপকূলীয় জেলাগুলোতে শ্রেণী শিক্ষা কার্যক্রম আগামীকাল ও পরদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল সোমবার সাধারণ শিক্ষা বোর্ডের জেএসসিতে বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসিতে ইংরেজী বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে ঘূর্ণিঝড়ের শনিবারের জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়েছে। শনিবারের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নবেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নবেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে শনিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবারের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা, এলএলবি শেষ বর্ষের পরীক্ষাসহ বেশকিছু প্রফেশনাল কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্থগিত হওয়া পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। উপকূলীয় জেলাগুলোতে শিক্ষা কার্যক্রম দুদিন বন্ধ ॥ ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত মোকাবেলায় উপকূলীয় জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের আগামীকাল ও পরদিন ১২ নবেম্বর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে প্রতিষ্ঠানগুলো। খোলা রাখার কারণ হিসেবে বলা হয়েছে, উপকূলীয় ১৪ জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের মানুষ যাতে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে পারেন এবং তাদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলা ও শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উপকূলীয় এলাকার প্রাইমারী স্কুল, হাইস্কুল ও কলেজ এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
×