ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটালের অনুমোদন

প্রকাশিত: ০৯:২৯, ১১ অক্টোবর ২০১৯

আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটালের অনুমোদন

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড নামে একটি বিকল্প বিনিয়োগ তহবিলের নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিএসইসির ৬৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির আকার হবে ৪৫ কোটি টাকা এবং মেয়াদ হবে ৭ বছর। ফান্ডটির উদ্যোক্তা আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ফান্ড ম্যানেজার আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটিড এবং ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফান্ডটি মূলত ফিনটেক, এন্টারটেইনমেন্ট এবং লাইফস্টাইল, এন্টারপ্রাইস সলিউশন, ট্রাভেল এবং লজিস্টিক, কোর টেকনোলজিস, এ্যাডুকেশন টেক, ফুড-টেক এবং এগ্রি-টেক, ইন্টারনেট ডিভাইসেস ইত্যাদি খাতে বিনিয়োগ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×