ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু ২৭ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৭:১৫, ৭ অক্টোবর ২০১৯

 নওগাঁয় হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু ২৭ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ অক্টোবর ॥ জেলা সদর হাসপাতাল থেকে ৫ মাস বয়সের মুসা নামে এক শিশু চুরির ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আতঙ্ক বিরাজ করছে। রবিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিশুটির কোন সন্ধান মেলেনি। বিষয়টি শহরজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। শিশুটির মা বৃষ্টি জানান, ডায়রিয়ার চিকিৎসা নিতে ৩ দিন ধরে সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি ছিল শিশুটি। দুপুরের দিকে মা বৃষ্টি শিশুটিকে কোলে নিয়ে বাইরে আসে। এ সময় একজন অপরিচিত মহিলা শিশুটিকে কৌশলে কোলে নিয়ে মা বৃষ্টিকে শিশু ওয়ার্ড থেকে একটি প্যান্ট নিয়ে আসতে বলেন। বৃষ্টি ভেতরে গেলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই মহিলা। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মুনির আলী আকন্দ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই শিশু চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া শিশু মুসা সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। মুসা তাদের একমাত্র সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় শিশু মুসাকে। মুসার সঙ্গে হাসপাতালে থাকেন শিশুটির মা ও দাদি। এ সময় একটি অপরিচিত নারী তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে শিশুটির দাদি হাসপাতালের বাইরে ওষুধ নিতে গেলে শিশুটির মা ওই অপরিচিত নারীর কাছে মুসাকে রেখে বাথরুমে যান। তিনি বাথরুম থেকে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকেই দেখতে পান না।
×