ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের মাঠের বাইরে এমবাপে

প্রকাশিত: ০০:০১, ৫ অক্টোবর ২০১৯

ফের মাঠের বাইরে এমবাপে

অনলাইন ডেস্ক ॥ চোট পেয়ে আবারও ছিটকে গেছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে শনিবার ঘরের মাঠে অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। আগের দিন সংবাদ সম্মেলনে উরুর চোটের কারণে এমবাপের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন পিএসজি কোচ টমাস টুখেল। একই চোটের কারণে এক মাস পর গত সপ্তাহে বোর্দোর বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন ২০ বছর বয়সী এই ফরাসি তারকা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষেও বদলি হিসেবে খেলেন তিনি। বাড়তি সতর্কতার জন্যেই শনিবারের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানান কোচ। “সে কোনো ব্যথা অনুভব করছে না। তবে সে আমাকে বলেছে, সে স্বচ্ছন্দ বোধ করছে না।” দলের অন্যতম এই তারকার পুরোপুরি সুস্থ্ হয়ে উঠতে দশ দিনের মতো সময় লাগতে পারে বলে মনে করেন টুখেল। কদিন পর হতে যাওয়া ইউরো বাছাইয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে এমবাপের খেলাও এখন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল। আগামী ১১ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
×