ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে ভূয়া বিজিবি আটক

প্রকাশিত: ০৭:৫৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

টেকনাফে ভূয়া বিজিবি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ ভূয়া বিজিবি পরিচয়দানকারী দুই অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবির সদস্যরা। রবিবার সকালে টেকনাফের হাবিবপাড়ায় এ অভিযান চালায় বিজিবি। টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সাল খান জানান, টেকনাফে চলমান মাদক বিরোধী অভিযানে জনৈক মো: ওয়াস করিম নামে এক যুবককে ইয়াবা পাচারকারী হিসেবে আটক করে বিজিবি। পরে তদন্ত করে দেখা গেছে আটক ব্যক্তি ইয়াবা কারবারি নয়। এজন্য তাকে ছেড়ে দেয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া বিজিবি পরিচয় দিয়ে আটক যুবকে ছাড়িয়ে নিয়ে আসার কথা বলে ওই পরিবারের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুয়া বিজিবি পরিচয়দানকারী যুবকদ্বয় হচ্ছে- টেকনাফ সদর হাবিব পাড়ার আব্দুল গণির পুত্র মো: বাহাদুর ও মৃত আলী আহমদের পুত্র মো: শামসুল আলম। তারা বিজিবি হাতে আটক হওয়া ওয়াস করিমের বোন জামাইয়ের কাছ থেকে আটক আসামিকে ছাড়িয়ে নেয়ার কথা বলে নগদ ২৫ হাজার টাকা গ্রহণ করে।
×