ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:০৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালতে এ মামলার শুনানি হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী ফিরোজুর রহমান মন্টু বলেন, মামলার শুনানি হয়েছে। আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এদিকে মাহি তার অভিযোগে বলেন, গত ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন। এতে জনগণের মাঝে ভয় ও ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। ‘এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে প্রধানমনন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। শামসুজ্জামান দুদুর এই বক্তব্যও হত্যাচেষ্টার শামিল। তাই আমরা এই মামলা দায়ের করেছি। আদালত নথি পর্যালোচনা করে বিকেলে আদেশ দেবেন।’
×