ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফায়ার রেইনবো...

প্রকাশিত: ১১:২১, ১ সেপ্টেম্বর ২০১৯

ফায়ার রেইনবো...

সিঙ্গাপুরের আকাশে বহু রঙে রঙ্গিন ফায়ার রেইনবো বা আগুনের রংধনু ১৫ মিনিট ধরে দেখা গেছে। পুরো সিঙ্গাপুর দ্বীপ থেকে সেটি দেখা গেছে। মেঘে সূর্যের আলোর মাঝেই দেখা যায় রংধনুটি। তা দেখে মুগ্ধ আনন্দে বিমোহিত হয়েছেন সিঙ্গাপুরবাসী। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেঘে বরফের ক্রিস্টালের ভেতর দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হলে এই ধরনের রংধনু দেখা যায়। তবে অনেকে বলেছেন, সাবানের বুদবুদ, প্রজাপতির ডানা কিংবা জলের ফোঁটার মধ্যে যে ধরনের রংয়ের খেলা দেখা যায়। এটা সে ধরনের বিষয়ও হতে পারে। এই রংধনু দেখে এক দর্শক জানিয়েছেন, বিকেলের দিকে রংধনুর ছবিগুলো তিনি তুলেছেন। ছোট একটি কমলা রঙের বৃত্ত দিয়ে এর শুরু, এরপর এটি বড় হতে শুরু করে আর অন্যান্য রং ও স্পষ্ট হতে থাকে। এরপর আস্তে আস্তে সেটি এটি মিলিয়ে যায়। শুধু তিনি নয়, সবাইকে এক বিরল ঘটনা দেখান তিনি। যা দেখে মুগ্ধ সবাই। শুধু দেখাই নয়, বিরলতম এই ঘটনা দেখা মাত্র সবাই ক্যামেরাবন্দী করেও ফেলেন। শুধু তাই নয়, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গে সঙ্গে আপলোড হতে থাকে। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যায়।- স্ট্রেইট টাইমস
×