ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিজবুল্লাহ'র জবাবের ধরণ এখনই প্রকাশ করা হবে না ॥ উপ-মহাসচিব

প্রকাশিত: ০১:০২, ২৮ আগস্ট ২০১৯

হিজবুল্লাহ'র জবাবের ধরণ এখনই প্রকাশ করা হবে না ॥ উপ-মহাসচিব

অনলাইন ডেস্ক ॥ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র উপ-মহাসচিব শেখ নায়িম কাসিম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, তবে এর ধরণ সম্পর্কে এখনই কিছু প্রকাশ করা হবে না। সম্প্রতি তিনি 'রাশা টুডে' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। শেইখ নায়িম কাসিম আরও বলেন, হিজবুল্লাহ অবশ্যই জবাব দেবে, কিন্তু ইসরাইলের লাভবান হোক এমন কোনো তথ্য হিজবুল্লাহ প্রকাশ করবে না। তিনি বলেন, ইসরাইলের কোনো আগ্রাসনকেই হালকাভাবে নিয়ে তা এড়িয়ে গেলে চলবে না। তাদের সব আগ্রাসনের জবাব দিতে হবে যেমনিভাবে হিজবুল্লাহর মহাসচিব তার ভাষণে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখনও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি, এখন আমরা যা করব তা হলো ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দেব। শেইখ নায়িম কাসিম জানিয়েছেন, লেবানন সরকার ইসরাইলি আগ্রাসনের বিষয়ে যে অবস্থান নিয়েছে সেটা সময়োচিত। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়ার জন্য লেবানন বসে থাকবে না গত রোববার সকালে লেবাননের হিজবুল্লাহ দেশটির আকাশে ইহুদিবাদী ইসরাইলের দু'টি ড্রোন ভূপাতিত করে। তাদের একজন নেতাকে হত্যার জন্য ইসরাইল ওই ড্রোন পাঠিয়েছিল বলে হিজবুল্লাহ জানিয়েছে।
×