ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুরি হওয়া মূর্তি ফিরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৮:৪২, ২৬ আগস্ট ২০১৯

 চুরি হওয়া মূর্তি  ফিরিয়ে দিচ্ছে  অস্ট্রেলিয়া

চুরি করা মূর্তি ভারতকে ফিরিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। ৫শ’ বছরের পুরনো নটরাজ মূর্তি ৪৮ বছর আগে তামিলনাড়ুর তিরুনেলভেলির কাল্লিডাইকুরিচি মন্দির থেকে চুরি হয়েছিল। দ্য হিন্দু। ২০০১ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার এ্যাডিলেড শহরের আর্ট গ্যালারি অব সাউথ অস্ট্রেলিয়ায় (এজিএসএ) মূর্তিটি অবশেষে ঠাঁই পায়। ইউরোপের এক সংগ্রাহকের কাছ থেকে ব্রিটিশ দালালদের মাধ্যমে প্রায় ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ভারতীয় টাকায় এজিএসএ কর্তৃপক্ষ মূর্তিটি কিনেছিল। ওই গ্যালারিতে ১০০ কেজি ওজনের ও ৭৬ সেমি উচ্চতার মূর্তি দেখে সেটি তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া বলে শনাক্ত করেন কয়েকজন ভারতীয়। তদন্ত করার পর ২০১৬ সালে মূর্তি চোরাই পথে তাদের হাতে এসেছিল বলে স্বীকার করে ওই আর্ট গ্যালারি কর্তৃপক্ষ।
×