ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোহেলের গোলকে সেরা নির্বাচনের সুযোগ...

প্রকাশিত: ১২:৩২, ২৩ আগস্ট ২০১৯

সোহেলের গোলকে সেরা নির্বাচনের সুযোগ...

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুনে এএফসি কাপের গ্রুপপর্বে নেপালের মানাং মার্শিয়াংদি ক্লাবের বিরুদ্ধে অসাধারণ একটি গোল করেছিলেন ঢাকা আবাহনী লিমিটেডের মিডফিল্ডার মামুনুল ইসলাম। তার ওই গোলটি সপ্তাহসেরা নির্বাচিত হয়েছিল। এবার পালা তারই ক্লাব-সতীর্থ আরেক মিডফিল্ডার সোহেল রানার। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালের প্লে-অফ ম্যাচে উত্তর কোরিয়ান ক্লাব এপ্রিল টুয়েন্টি ফাইভ এসসির বিপক্ষে দারুণ দর্শনীয় একটি গোল করেন সোহেল। আবাহনীর ৪-৩ গোলের জয়ে এটি ছিল ম্যাচে ও দলের প্রথম গোল। সোহেল রানার এই গোলটিকে সেরা হিসেবে নির্বাচিত করার সুযোগ আছে। সে জন্য দর্শকদের ভোট দিতে হবে এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ম্যাচের তখন ৩৩ মিনিট। একটি সংঘবদ্ধ আক্রমণ করে আবাহনী। আক্রমণটি হেড করে ফিরিয়ে দেন কোরিয়ান এক ডিফেন্ডার। বলটি গিয়ে পড়ে ডি-বক্সের বাইরে ফরোয়াড নাবিব নেওয়াজ জীবনের পায়ে। জীবন বলটি ব্যাকহিল পাস দেন সোহেলকে। তিনি দৌড়ে এসে বাঁ পায়ের বুলেট গতির যে শটটি নেন তা কোরিয়ান গোলরক্ষক প্রাণপণে ঝাঁপিয়ে পড়েও ধরতে পারেননি, ঢুকে যায় জালে, গোল। সোহেল রানার এই গোল এখন এএফসির আলোচনায়। নির্বাচিত হয়েছে এএফসির সপ্তাহসেরা গোলের তালিকায়ও। একই ম্যাচে করা কোরিয়ান ক্লাবের চো জং হিউকের গোলটিও আছে সেরার তালিকায়। ভিসা জটিলতায় আবাহনীর সানডে! স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি কাপে দুর্দান্ত খেলছে আবাহনী। সেই সঙ্গে দুর্দান্ত খেলছেন দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড সানেড চিজোবা। বুধবার অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারায় আবাহনী। দলের জয়ে জোড়া গোল করেন সানডে। ফিরতি লেগে পিয়ংইয়ংয়ে গিয়ে এপ্রিলের বিরুদ্ধে ২৮ আগস্ট মুখোমুখি হবে আবাহনী। তবে সেই ম্যাচে সানডের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার। কারণ ভিসা সমস্যা। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় তার ক্লাব। ভিসা প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছে। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হতে যাচ্ছে। জানা গেছে সানডে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। তবে দলের সঙ্গে নয়, একা, একদিন পর। এ প্রসঙ্গে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু বলেন, ‘সানডেকে আমরা ™ি^তীয় লেগে পাচ্ছি, এটা মোটামুটি নিশ্চিত। ব্যাংকক থেকে চায়না হয়ে ট্রানজিট নিয়ে উত্তর কোরিয়ায় যাবেন তিনি।’
×