ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর নিয়ে কলকাতায় বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৯, ৭ আগস্ট ২০১৯

কাশ্মীর নিয়ে কলকাতায় বিক্ষোভ

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় সোমবার দিল্লী ও কলকাতায় বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনীতি ও বিভিন্ন প্রগতিশীল অঙ্গনের নেতারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। আনন্দবাজার পত্রিকা। এদিন দিল্লীতে বামফ্রন্ট প্রতিবাদ মিছিল বের করে। মিছিলে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, হান্নান মোল্লা, ডি রাজা প্রমুখ। এছাড়া এদিন বিকেলে কলকাতা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিকাশ ভট্টাচার্য, ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ইমানুল হক, হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ প্রমুখ। এ সময় তারা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। বিকাশ ভট্টাচার্য বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার ভারতের গণতন্ত্রকে হত্যা করেছে। অধ্যাপক ইমানুল হক বলেন, এভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় না। এটা বিজেপি সরকারের সংবিধানের ওপর ন্যক্কারজনক হামলা।
×