ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারভিডার সভাপতি আব্দুল হক মহাসচিব শহীদুল ইসলাম

প্রকাশিত: ১২:০৫, ৩০ জুলাই ২০১৯

বারভিডার সভাপতি আব্দুল হক মহাসচিব শহীদুল ইসলাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পরিবহন বহরে গত ৪২ বছর ধরে রিকন্ডিশন্ড মোটর গাড়ি আমদানি, বিপণন ও সরবরাহে যুক্ত ব্যবসায়ীদের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এ্যান্ড ডিলার্স এ্যাসোসিয়েশন-বারভিডা’র ২০১৯-২০২১ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। নির্বাচনে বিশিষ্ট গাড়ি ব্যবসায়ী আব্দুল হক এর নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক পরিষদ’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে। ২৯ জুলাই কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্য থেকে ১২টি কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের ন্যায় বারভিডার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশিষ্ট ব্যবসায়ী এইচ. এন. এস. অটোমোবাইলস এর স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট-১ এস.এম. আনোয়ার সাদাত; ভাইস প্রেসিডেন্ট-২ সাইফুল ইসলাম (সম্র্রাট); ভাইস প্রেসিডেন্ট-৩ জসিম উদ্দিন মিন্টু; জয়েন্ট সেক্রেটারি জেনারেল এম. এ. হাসিব (হাসনু); ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান; জয়েন্ট ট্রেজারার সাইফুল আলম; অর্গানাইজিং সেক্রেটারি খন্দকার আব্দুল মুমিন (পাপ্পু); পাবলিকেশন এ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ফরিদ আহমেদ; প্ল্যানিং এ্যান্ড ডেভোলাপমেন্ট সেক্রেটারি ডাঃ হাবিবুর রহমান খান; কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ; কার্যনির্বাহী পরিষদ সদস্য আবু হোসেন ভূইয়া (রানু); সৈয়দ জগলুল হোসেন; জিয়াউল ইসলাম; নাজমুল আলম চৌধুরী; আহসানূর রহমান আরজু; ইউনূছ আলী; কাউছার হামিদ; আসলাম সেরনিয়াবাত; আব্দুল আওয়াল; বেলায়াত হোসেন; জহির উদ্দিন মোঃ বাবর চৌধুরী; আনিছুর রহমান খান এবং মাহবুবুর রহমান।
×