ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্কিন কর্মকর্তারা আলোচনায় আগ্রহী ॥ ওবরাদর

প্রকাশিত: ০৮:৩৪, ৩ জুন ২০১৯

 মার্কিন কর্মকর্তারা আলোচনায়  আগ্রহী ॥ ওবরাদর

মেক্সিকোর প্রেসিডেন্ট শনিবার জানিয়েছেন, শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে আলোচনা করতে মার্কিন কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। এএফপি। প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওবরাদর এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন সরকারের কর্মকর্তাদের পক্ষ থেকে সংলাপ এবং চুক্তি ও সমঝোতা করার ইচ্ছা রয়েছে। যদিও তিনি তার বিশ্বাসের কারণ কি তা বলেননি। তারপরও তিনি ইঙ্গিত দেন যে, তার সরকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও ট্রাম্পের জামাতা ও তার উপদেষ্টা জ্যারেড কুশনার উভয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। বৃহস্পতিবার মার্কিন বাণিজ্যিক অংশীদারদের প্রধান দেশটির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। যারা ওই সিদ্ধান্তের সমালোচনা করেছে তাদের মধ্যে রয়েছেন, ব্যবসায়িক গোষ্ঠী, সীমান্ত অঙ্গরাজ্যের রাজনীতিবিদ ও কিছু রিপাবলিকান আইন প্রণেতা।
×