ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নজরুল সঙ্গীতশিল্পী সম্পা দাস

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ মে ২০১৯

  নজরুল সঙ্গীতশিল্পী সম্পা দাস

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রভাত বীণা তব বাজে’ নজরুলের অতিপ্রিয় এই গানটি সম্পা দাসের কণ্ঠে যতটা ভাল লাগে আর কারও কণ্ঠে হয়ত ততটা নয়। সম্পা দাস এই নামটি নজরুল সঙ্গীতের জন্য যারা সর্বক্ষণিক নিবেদিত তাদের অন্যতম। বাংলাদেশ এমন কি ভারতে নজরুল সঙ্গীত শিল্পীদের মধ্যে যারা ইতোমধ্যে শক্ত ভিত গড়ে তুলেছেন সম্পা তাদেরই একজন। সম্পার কাজে কোন ফাঁকি নেই, নজরুলের বাণী ও সুরের প্রতি ভালবাসা থেকেই তার নজরুল সঙ্গীত চর্চা শুরু। শুধু কি সঙ্গীত, নজরুল গবেষণায়ও সম্পা দাস অনন্য সাধারণ। তার লক্ষ্য দূরস্থিত। তাই তিনি, নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। প্রতিনিয়ত নিজেকেই তিনি অতিক্রম করে চলেছেন নির্নিমেষ সাধনায়। ‘কোথায় ঘনশ্যাম’, ‘আধারে বাঁধ অগ্নিসেতু’ নজরুল সঙ্গীতে এই দুটি একক এ্যালবামের মাধ্যমে নজরুলের গান সম্পা দাস ছড়িয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। নিয়মিত দেশে ও দেশের বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নজরুলের গান নিয়ে লাইভ পারফর্মেন্স তো করেই যাচ্ছেন। থাকছে স্টেজ প্রোগ্রামও। নজরুল সঙ্গীত চর্চাই তার একমাত্র ধ্যানজ্ঞান। আর তাই উপস্থাপনা ও মডেলিংয়ে আগের মতো সময় দিতে পারছেন না সম্পা। তবে তার কর্মস্থল লালমাটিয়া মহিলা কলেজের কালচারাল আয়োজন, উপস্থাপনার সবকিছু তাকেই সামাল দিতে হয়। এরই মধ্যে সময় করে পিএইচডি অভিসন্দর্ভ প্রণয়নের কাজও চালিয়ে যাচ্ছেন সম্পা। ওই যে বললাম, তার লক্ষ্য দূরস্থিত, তিনি কোন বাহুল্য প্রচার কামনা করেন না। সম্পা ষোলোতে ষোলোআনাই চান, নিজ মেধা ও মননে। কোন বাহুল্য প্রচার প্রত্যাশা করেন না। তাই তিনি ধীরে এগিয়ে যাচ্ছেন শিল্পের পথে, তবে তার পায়ের নিচের মাটি বেশ শক্ত। লক্ষ্যে পৌঁছনোর সাধনায় নজরুল সঙ্গীত শিল্পী সম্পা দাস ক্লান্তিহীন নিরলস একজন সাধক। কারণ তিনি জানেন তাকে যেতে হবে অনেক দূর। সমস্ত বাধা তিনি অতিক্রম করে এগিয়ে চলেছেন নজরুলকে ধ্যানজ্ঞান ও আরাধ্য ভেবে। সন্দেহ নেই, তার স্বপ্নযাত্রা সাফল্যের দোরগোড়ায় পৌঁছবে। ইতোমধ্যে সম্পা বাংলাদেশ ও ভারতের নজরুল সঙ্গীত অঙ্গনে নিজগুণে উজ্জ্বল। সঙ্গীত খুব উচ্চমার্গীয় একটি শিল্প, চায় অখ মনোযোগ। কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের ‘কুদরতি রঙ্গি বিরঙ্গি’ বইটা পড়তে গিয়ে আামার এই উপলব্ধি হয়েছে। সম্পার নজরুল সঙ্গীত সাধনার মরিয়া ভাবটা আমার খুব ভাল লাগে, নজরুল সঙ্গীত চর্চায় তিনি সর্বপ্রাণমন নিবেদিত। নিজের জীবনকে তিনি বেঁধে নিয়ে নজরুল সঙ্গীতের বাণী ও সুরে। মুক্তি খুঁজেন নজরুলের গানে। কোন উদ্দেশ্য বা প্রাপ্তির প্রত্যাশায় নয়, নজরুলের গান অনুরণিত হয় প্রতীক্ষণ তার মনের বীণায়।
×