ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞায় নতি স্বীকার করবে না তুরস্ক

প্রকাশিত: ১২:১৪, ৭ মে ২০১৯

 মার্কিন নিষেধাজ্ঞায়  নতি স্বীকার  করবে না তুরস্ক

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কাছে তুরস্ক নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংসে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেছে তুরস্ক। যাতে ঘোর আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন বলেছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা ক্রয় ন্যাটোর সমরাস্ত্র ক্রয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ। যদি আঙ্কারা রাশিয়ার সঙ্গে করা চুক্তি অনুযায়ী, এস-৪০০ ও লকহিড মার্টিন এফ-৩৫ জঙ্গীবিমান কেনে তবে যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন। - ওয়েবসাইট
×