ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বড় বাজেট মানে জনগণের জন্য বেশি সেবা দেয়া ॥ মুহিত

প্রকাশিত: ১৩:০৫, ৬ মে ২০১৯

বড় বাজেট মানে জনগণের জন্য বেশি সেবা দেয়া ॥ মুহিত

স্টাফ রিপোর্টার ॥ বড় বাজেট মানে দেশের জনগণের জন্য বেশি সেবা দেয়া। সুতরাং সব সময়ই বড় বাজেটের চেষ্টা করা উচিত বলে মনে করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার বাংলাদেশ জাতিসংঘ সমিতির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। ২০১৮-১৯ অর্থবছরে আবদুল মুহিত অর্থমন্ত্রী থাকাকালীন ইতিহাসের বৃহত্তম বাজেট পাস হয়। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার নিট বাজেট পাস হয়। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট আগামী মাসেই উত্থাপন হবে। আগামী ২০১৯-২০ সালের বাজেট নিয়ে জানতে চাইলে সাবেক অর্থমন্ত্রী বলেন, বাজেট নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইনা তবে বাজেট বড় করার আমার যে ফিলোসফি ছিল সেটা অবশ্যই ভাল একটা ফিলোসফি। বড় বাজেট হলে বেশি বেশি সেবা দেয়া যায়। এর আগে সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি সৈয়দ আহমদ হোসেনের স্মরণে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করে মুহিত বলেন, আহমদ সংসার বাঁধেনি। নিজের বিয়ের চিন্তা করেনি। তবে সে অনেকের বিয়ের ঘটক বা অনুঘটন হিসেবে কাজ করেছে। সে খুবই সাহায্য করত। খুব ঘুরে বেড়াতে পারত। অন্যের যত সমস্যা তা সবসময় সমাধানের জন্য কাজ করত। নিজের বর্তমান সময় নিয়ে মুহিত বলেন, আমার এখন অবসর সময়। একটি বই লিখছি। ৩১ চ্যাপ্টারের এই বইয়ে আমার দেখা অনেক কিছুই থাকবে। এখন ১৫-১৬ চ্যাপ্টারে আছি। আগামী তিন মাসের মধ্যেই বইটি একটি পর্যায়ে পৌঁছবে। এর আগে অনুষ্ঠানে ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন-স্থানীয় পর্যায়ে সক্ষমতা তৈরি এবং যোগাযোগ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অর্থনীতিবিদ ড. মুস্তাফা কে. মুজেরি। স্মারক বক্তৃতায় তিনি বলেন, এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানকে সংযুক্তকরণ এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে। এসডিজির সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তাহলে এটি অর্জন আরও সহজতর হবে। আমরা এমডিজি অর্জন করতে পেরেছি এসডিজিও পারব। স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়লে উন্নয়নের মহাসড়কে আরও দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব বলে জানান তিনি।
×